ঠাকুরগাঁও: উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে উদীচী উপজেলা শাখা সমির উদ্দীন ডিগ্রি কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সাদেকুল ইসলামকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ সময় স্থানীয় বিশিষ্টজন হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলার কমিটির সভাপতি সেতারা বেগম, সহসভাপতি কমল কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, অর্থ সম্পাদক ননী গোপাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি/টিআই