গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হককে দা দিয়ে কুপিয়ে হাতকড়াসহ পালিয়েছেন দুই আসামি।
এরা হলেন- সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদারহাট গ্রামের হাছেন আলী (৫৬) ও তার ছেলে লাইচ মিয়া (৩৩)।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদারহাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় হাছেন আলী ও তার ছেলে লাইচ মিয়াকে (৩৮) গ্রেফতার করে হাছেনকে হাতকড়া পরানো হয়। এ সময় লাইচ মিয়া হঠাৎ দা দিয়ে তাকে আঘাত করে দু'জনই পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিএসকে/পিসি