নাটোর: নাটোরের লালপুর উপজেলায় ১৯ কিন্ডারগার্টেন স্কুলের ২২৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ পুরস্কার বিতরণ করা হয়।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) ইসাহাক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এর সাধরণ সম্পাদক রাজিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শহিদুল হক সোহেল।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিএসকে/এমএ