ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ২ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
পল্লবীতে ২ মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

রাজধানীর পল্লবীর ওয়াবদা বিহারি ক্যাম্পে পৃথক দু’টি মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ঢাকা: রাজধানীর পল্লবীর ওয়াবদা বিহারি ক্যাম্পে পৃথক দু’টি মরদেহ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে ওই মামলা করা হয়।

এরআগে বেলা দেড়টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাঠায় পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে ওই ঘটনা ঘটেছে। যতটুকু বোঝা যাচ্ছে, দু’টিই আত্মহত্যার ঘটনা। যেহেতু মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন ১৪ বছরের কিশোরী। তার নাম শাকিলা। তার বাবার নাম চাঁন মিয়া। শাকিলার মায়ের নাম গরিয়া বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন। শাকিলার বাবা অনেক দিন ধরেই নিখোঁজ রয়েছেন। গরিয়া একাই সংসার চালান।

অন্যদিকে, একই সময়ে ওই এলাকার পাশের একটি বাড়ি থেকে মো. করিম (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়। করিমের বাবার নাম মজিবুর রহমান। তার বাড়ি ঝালকাঠি।  
 
মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএটি/টিআই  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।