চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাইসা গ্রামে বাল্যবিয়ের দায়ে বর চান্টু (১৮) ও কনের দাদা নুরুল ইসলামকে (৭০) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উপজেলার নওলামারী গ্রামের মৃত মুছার ছেলে চান্টু ও রাইসা গ্রামের নুরুল ইসলাম।
আজাদ জাহান বাংলানিউজকে জানান, উপজেলার রাইসা গ্রামের লাল্টুর মেয়ে পপির (১৪) সঙ্গে নওলামারী গ্রামের মৃত মুছার ছেলে চান্টুর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুরে পুলিশ কনের বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কনের বাবা লাল্টু পালিয়ে যান। এসময় বর চান্টু ও কনের দাদা নুরুল ইসলামকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে দুইজনকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সন্ধ্যায় তাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি/পিসি