ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ১৬ কোটি জনগণের খাদ্য ঘাটতি পূরণ করে এখন আমরা খাদ্য রফতানি করি।’

কেরানীগঞ্জ, ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ১৬ কোটি জনগণের খাদ্য ঘাটতি পূরণ করে এখন আমরা খাদ্য রফতানি করি।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জের নেকরোজবাগ খেলার মাঠে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ।

ইউনিয়ন আওয়‍ামী লীগের সভাপতি আবুল হাসান মস্তানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন- যুবলীগ কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, কালিন্দী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা হুমায়ুন গণি, বাচ্চু নূর, আরিফ হোসেন ও ছাত্রলীগ নেতা ইয়ামিন হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।