দিনাজপুর: দিনাজপুর শহরের নিউটাউন এলাকায় সাইদা সুবাহা (২১) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পর সাইদার শ্বশুরসহ বাড়ির সব সদস্য পালিয়ে গেলেও তার শাশুড়ি নুর জাহান বেওয়াকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাইদার মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুবাহা নিউটাউন ৬নং ব্লকের রেজাউল করিমের স্ত্রী এবং সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার বাংলানিউজকে জানান, সাইদার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বিএসকে/পিসি