ভোলা: ভোলার মনপুরায় জেলে পরিবারের নারীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার কাউয়ারটেক গ্রামের ৪৮ জন নারীকে এ ছাগল দেওয়া হয়।
মৎস্য অধিদপ্তর ও ওয়ার্ল্ডফিশের সহযোগিতায় ইউএসআইডি’র অর্থায়নে ইকোফিশ পরিচালিত প্রকল্পের দরিদ্র ও নারী সদস্যদের হাতে ছাগল তুলে দেন- ওয়ার্ল্ডফিশ, ভোলা টিমের রিসার্স অ্যাসিস্ট্যান্ট অঙকুর মোহাম্মদ ইমতিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন- ইকোফিশ প্রকল্প কোস্ট ট্রাস্টের ব্যবস্থাপক (কারিগরি সহায়তা) মো. সামিরুজ্জামান, ফিল্ড অফিসার কামরুল হাসান ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির প্রতিনিধি নসির মহাজন প্রমুখ।
এর আগে, মনপুরা উপজেলার ভূঁইয়ার হাট, দাশের হাট, রহমানপুর, কাউয়ারটেক, সিতাকুণ্ডু গ্রামে ২১৮টি পরিবারের মধ্যে বিকল্প কর্মসংস্থান সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/পিসি