ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হোমনায় পুলিশ-দস্যু সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
হোমনায় পুলিশ-দস্যু সংঘর্ষে আহত ৬

কুমিল্লার হোমনায় দস্যু ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এসময় ২ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

কুমিল্লা: কুমিল্লার হোমনায় দস্যু ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। এসময় ২ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কালীগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন- পুলিশ কনস্টেবল মো. জামাল মোল্লা (৩২)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আটক দস্যুরা হলেন- মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল (২৮) ও একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. জুয়েল (২৮)।

হোমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনোয়ারুল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় কালীগঞ্জ মেঘনা নদীর একটি চরে অভিযান চালানো হয়। এসময় এলজি, পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১১টি কার্তুজ, ৭টি বোমা, ৩টি রামদা, ছোরা, ৩টি স্পিডবোট, ৪টি হেলমেট ও ১০টি লাইফ জ্যাকেটসহ ২ দস্যুকে আটক করা হয়।

পরে ওই ২ দস্যুকে থানায় নেওয়ার সময় তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে ৪ পুলিশ সদস্য ও আটক ২ দস্যু আহত হন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।