ঠাকুরগাঁও: জঙ্গিবাদ নির্মূলে ঠাকুরগাঁওয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের জেলা জাসদ (ইনু) এ বৈঠকের আয়োজন করে।
জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু, জেলা সিপিবির সভাপতি আখতার হোসেন রাজা, জেলা মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক অধ্যাপক মহাম্মদ হোসেন, জেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এনটি/পিসি