ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভিশন-২০২১ বাস্তবায়নে পিপিপির ভূমিকা অনেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ভিশন-২০২১ বাস্তবায়নে পিপিপির ভূমিকা অনেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বব্যাপী পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) সাফল্য অনেক। বাংলাদেশ যা থেকে অনুপ্রাণিত হয়েই পিপিপি কাজে লাগিয়ে ভিশন-২০২১ বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ফলে উন্নয়ন আরও ত্বরান্বিত হচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পিপিপি’র বর্তমান অবদান ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ ও বিজ্ঞাপনী সংস্থা ওয়াটারমার্ক এমসিএল বৈঠকের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোসলেম চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন, ডিসিসিআই’র সভাপতি হোসাইন খালেদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
 
পিপিপির বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সৈয়দ আফসর এইচ উদ্দিন।

তিনি এর ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বলেন, বিশ্বব্যাপী পিপিপির সাফল্যে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ ভিশন ২০২১ বাস্তবায়নকল্পে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পিপিপি কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে নিজেকে উন্নত দেশের সারিতে দেখতে চায়, যার অন্যতম অবদান পিপিপির মাধ্যমে রাখা সম্ভব।
 
আলোচনায় অংশগ্রহণের জন্য মোসলেম চৌধুরী পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। তিনি আশা করেন, পিপিপি কার্যক্রমসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।