ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়িচাপায় এক শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
গাজীপুরে গাড়িচাপায় এক শিশুর মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় গাড়িচাপায় নিহত হয়েছে আরজিনা খাতুন (১২) নামে এক শিশু। শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় গাড়িচাপায় নিহত হয়েছে আরজিনা খাতুন (১২) নামে এক শিশু।

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরজিনা খাতুন নওগাঁর রানীনগর থানার রানীনগর কট্টচর এলাকার বাবু মিয়ার মেয়ে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম বাংলানিউজকে বলেন, মায়ের সঙ্গে আরজিনা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আরজিনা তার মায়ের সঙ্গে গাজীপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।