গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় গাড়িচাপায় নিহত হয়েছে আরজিনা খাতুন (১২) নামে এক শিশু।
শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস ছালাম বাংলানিউজকে বলেন, মায়ের সঙ্গে আরজিনা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আরজিনা তার মায়ের সঙ্গে গাজীপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরএস/জিপি/আরআই