খুলনা: খুলনায় সামরিক কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণাকারী হাফিজুর রহমান (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাফিজুর রহমান কুষ্টিয়া ভেড়ামারার মির্জাপুর গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে।
শনিবার (১২ নভেম্বর) রাত ৮ টার দিকে ফুলতলা উপজেলার দামোদর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তার থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিমটি উদ্ধার করেছে। ফুলতলা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুক্ত রায় চৌধুরী জানান, অক্টোবর মাসের ৩০ তারিখ রাত ৮ টা ৪২ মিনিটে প্রতারক হাফিজুর রহমান তার ব্যবহৃত ০১৭৪৬-৪৪০৯৫০ নাম্বার থেকে খুলনা রেঞ্জ এর ডিআইজি মো. মনিরউজ্জামানের সরকারি মোবাইলে ফোন করেন।
এ সময় তিনি নিজেকে ব্রিগেডিয়ার জেনারেল রুহুল আমিন পরিচয় দিয়ে তার চাচাতো ভাইকে কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল হিসাবে নিয়োগের সুপারিশ করেন। তিনি ডিআইজির নিকট কুষ্টিয়ার এসপির মোবাইল নাম্বারও চান। সন্দেহ হওয়ায় বিষয়টি তদন্তের জন্য তিনি জেলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।
হাফিজুর খুলনার খালিশপুর এলাকায় বেক্সিমকো কোম্পানির বিক্রয় সহকারী হিসেবে কর্মরত বলে পুলিশকে জানিয়েছে। তিনি তার গ্রামের রফিকুল ইসলামকে ৫ লাখ টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার জন্য ব্রিগেডিয়ার সেজে এ প্রতারণায় নামেন।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমআরএম/আরআই