ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতি রোববার টাঙ্গাইল যাচ্ছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
রাষ্ট্রপতি রোববার টাঙ্গাইল যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রোববার (১৩ নভেম্বর) টাঙ্গাইলে যাচ্ছেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার।

টাঙ্গাইল: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রোববার (১৩ নভেম্বর) টাঙ্গাইলে যাচ্ছেন। এদিন বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার।

এরপর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে দুপুর ২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
 
রাষ্ট্রপতির নিরাপত্তার লক্ষ্যে র‌্যাব ও অন্যান্য সংস্থার পাশাপাশি ১ হাজার ৪শ’ ২১জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।  

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।