ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হুমায়ূন আহমেদের জন্মদিনে নেত্রকোনায় নানা কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
হুমায়ূন আহমেদের জন্মদিনে নেত্রকোনায় নানা কর্মসূচি

জননন্দিত কথাসাহিত্যিক চলচ্চিত্র ও নাট্য নির্মাতা হুমায়ূন আহমেদ এর ৬৮তম জন্মদিনে নেত্রকোনায় নানাবিধ কর্মসূচি গৃহীত হয়েছে।

নেত্রকোনা: জননন্দিত কথাসাহিত্যিক চলচ্চিত্র ও নাট্য নির্মাতা হুমায়ূন আহমেদ এর ৬৮তম জন্মদিনে নেত্রকোনায় নানাবিধ কর্মসূচি গৃহীত হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে রাতের মধ্যে জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক, সাংস্কৃতিক ও হুমায়ূন স্মরণে গড়ে ওঠা সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করবে।



কথাসাহিত্যিকের নিজ হাতে গড়া কেন্দুয়া উপজেলায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, মোহনগঞ্জের মামাবাড়ি ও জেলায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদ সব সংগঠনের পক্ষ থেকে জন্মদিনের কেক কাটা হবে।

এ ছাড়াও দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কামাল হোসাইন বলেন, সন্ধ্যায় মোক্তারপাড়ায় প্রধান অতিথি হয়ে জন্মদিনের কেক কাটবেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।