ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশা চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে অটোরিকশা চালক নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সুজন জুয়েল (২৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সুজন জুয়েল (২৬) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের পলোয়ান পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন জুয়েল ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের অভিরামপুর গ্রামের মৃত আনোয়ার উল্যাহর ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। পথে পলোয়ান পুল এলাকায় দুর্বত্তরা সুজনকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হপসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বাংলানিউজকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।