চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় দুই হাজার সাতশ’ বস্তা সিমেন্টসহ এম আর এক্সপ্রেস নামে একটি ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় বারেক (৫০) নামে শ্রমিক নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় মেঘনা নদীর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এমভি গ্রিন লাইন নামে একটি লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল। এসময় দ্রুতগতির লঞ্চটির কারণে সৃষ্ট বড় বড় ঢেউয়ের আঘাতে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় বারেকসহ ট্রলারের তিন শ্রমিক নিখোঁজ হন। পরে বাকি দু’জন তীরে ফিরে এলেও এখনো বারেকের কোনো খোঁজ মেলেনি।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের সিনিয়র পেডি অফিসার মকবুল আহমেদ বাংলানিউজকে বলেন, কোস্টগার্ডের টহল দল সকাল থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআই