ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুর্ঘটনায় আহত এসআই ঢামেক হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বগুড়ায় দুর্ঘটনায় আহত এসআই ঢামেক হাসপাতালে

বগুড়ার শেরপুর উপজেলায় সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলামকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা: বগুড়ার শেরপুর উপজেলায় সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলামকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঢামেক পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টায় আহত এসআই মঈনুলকে ভর্তি করা হয়।

তিনি কুড়িগ্রাম সদর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত।

শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় বগুড়াগামী সারবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৭৪৫) ও ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-ট-১১-০০৯২) পুলিশ সদস্য বহনকারী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

শেষ খবর পর্যন্ত এতে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।

বাংলাদেম সময়: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এজেডএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।