ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ৯ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বেনাপোল সীমান্ত থেকে ৯ বাংলাদেশি আটক

বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।

এদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশে আসছে, এমন খবরের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরির্দশ (এএসআই) মতিয়ার রহমান জানান, আটক নারী-পুরুষদের রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।