বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
এদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশে আসছে, এমন খবরের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরির্দশ (এএসআই) মতিয়ার রহমান জানান, আটক নারী-পুরুষদের রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এজেডএইচ/আরএ