খাগড়াছড়ি: রেশম চাষে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে খাগড়াছড়িতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকালে জেলা শহরের অফিসার্স ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
রাঙামাটির আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশিদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরনবী চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা-উপজেলার শতাধিক রেশম চাষি অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরবি/আরএ