রাঙামাটি: রাঙামাটি শহরের নিউ কোর্ড বিল্ডিং এলাকা থেকে রুহুল আমীন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
রোববার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।
রাঙামাটি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের নিউ কোর্ড বিল্ডিং এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫৫ পিস ইয়াবাসহ রুহুল আমীনকে আটক করা হয়।
এ ঘটনায় রুহুল আমীনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরবি/