ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক ওহিদুল ইসলাম (৪০) ও বিপ্লব হোসেনের (২৬) বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলো-নিমগাছী গ্রামের আতাউর রহমান টগর (৫০), সোলাইমান আলীর ছেলে সোহেল রানা (২৮), ছাবেদ আলীর ছেলে সাইদুর রহমান (৩০) ও বাছের উদ্দিনের ছেলে মোঘল মিয়া (২৬)।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলার নিমগাছী গ্রামের আব্দুস ছামাদের ছেলে ওহিদুল ইসলাম একজন কৃষক। বাড়ির পাশে তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৬ শতক জমি রয়েছে। এই জমিটি নিজের বলে দাবি করেন একই গ্রামের আলতাব আলীর ছেলে আব্দুর রশিদ।
বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্ত সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন উভয়পক্ষ। এ অবস্থায় ৪ দিন আগে ওহিদুল বিবদমান ওই জমিতে ২টি টিনসেড ঘর নির্মাণ করেন।
এতে ক্ষুদ্ধ হয়ে রোববার সকালে আব্দুর রশিদ ও তার লোকজন ওহিদুলের ২টি ঘর ভাঙচুর করেন। একই সময় ওহিদুলের চাচাতো ভাই বিপ্লবের বসতবাড়ি ও আসবাবপত্রও ভাঙচুর করে তারা।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএ