ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বালিয়াডাঙ্গীতে জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কশালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কশালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আসামি করে রোববার (১৩ নভেম্বর) বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

আসামিরা হলেন শাহজাহান (২৮), আব্দুল বাতেন (৫০) এবং সুফিয়া খাতুন (৪২)। তাদের সবার বাড়ি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধারিয়া বেলসারা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে শনিবার রাতে বেলসারা গ্রামের বাতেনের ছেলে শাহাজাহান প্রতিবেশী ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে জোর করে তার ঘর থেকে বের করে বাহিরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ওই ছাত্রীর চিৎকার শুনে এসে স্থানীয়রা শাহজাহানকে আটক করলেও বাতেন এবং তার সহযোগীরা ভয় দেখিয়ে শাহাজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে, বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাতেন এবং তার সহযোগীরা চিকিৎসা নিতে দেয়নি।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ বলেন, মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।