ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিসিসি’র পানির পাম্প অপারেটরদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বরিশালে বিসিসি’র পানির পাম্প অপারেটরদের বিক্ষোভ

বেতন কমানোর প্রতিবাদে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর সাপ্লাই পানির পাম্প অপারেটররা বিক্ষোভ করেছেন।

বরিশাল: বেতন কমানোর প্রতিবাদে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর সাপ্লাই পানির পাম্প অপারেটররা বিক্ষোভ করেছেন।

রোববার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় করপোরেশন ভবনের ভেতরে মেয়রের কক্ষের সামনে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারীরা জানান, বরিশাল সিটি করপোরেশনের ৩৬টি সাপ্লাই পানির পাম্পে মাস্টার রোলে প্রায় ২শ’ কর্মচারী কর্মরত রয়েছেন। সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সময় তাদের দৈনিক ১৫০ টাকা করে মাসিক সাড়ে চার হাজার টাকা করে মজুরি দেওয়া হতো। বর্তমান সরকারের নিয়মানুযায়ী মজুরি কয়েকগুণ বাড়ানো হয়। কিন্তু বর্তমান মেয়র আহসান হাবিব কামাল মজুরি কমিয়ে অর্ধেক করে দিয়েছেন। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেও কোনো লাভ হয়নি।

পাম্প অপারেটর আল আমিন বাংলানিউজকে জানান, সরকার আমাদের একটি নির্দিষ্ট বেতন নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সেই মোতাবেক আমাদের বেতন দেওয়া হচ্ছে না।

আরেক পাম্প অপারেটর হিরন বাংলানিউজকে জানান, তিনি আট বছর ধরে মাস্টার রোলে চাকরি করছেন। সবার ছুটি থাকলেও কোনো পর্বনে তাদের ছুটি দেওয়া হয়না। তারপরও আমরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন।
 
এ বিষয়ে পানি শাখার কর্মকর্তা কাজী মনিরুল ইসলাম স্বপন বাংলানিউজকে জানান, ভুল বোঝাবুঝির কারণে শ্রমিকরা বিক্ষোভ করতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

এদিকে, বেতনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া হলে বরিশালের ৩৬টি সাপ্লাই পানির পাম্প বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।