কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ‘ক্ষুদ্র গার্মেন্টস শিল্পে শিশুশ্রম’ করণীয় নির্ধারণে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শিশু শ্রমিক নিয়োগ করতে হলে ‘শ্রম আইন ২০০৬’ অনুসরণ করতে হবে। যেসব শিশু পরিবারের দারিদ্রতার জন্য স্কুল ছাড়তে বাধ্য হয়েছে তাদের লেখাপড়া চালিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে। যারা লেখাপড়ায় কম মনযোগী তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে।
এছাড়া মালিকদের মধ্যে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বিএলএফ মহাসচিব জেড এম কামরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না ও আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ্ খুশী সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনটি