ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আদালত চত্বর থেকে ধর্ষণ মামলার আসামির পলায়ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আদালত চত্বর থেকে ধর্ষণ মামলার আসামির পলায়ন 

র‌্যাবের হাতে আটক রাজধানীর বাড্ডা এলাকায় গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন রুবেল হোসেন (২৬) পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন। 

ঢাকা: র‌্যাবের হাতে আটক রাজধানীর বাড্ডা এলাকায় গারো তরুণী ধর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন রুবেল হোসেন (২৬) পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন।  

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা আদালত চত্বর থেকে পালিয়ে যান তিনি।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সাড়ে তিনটার দিকে আদালতের খাস কামড়া থেকে আসামি পালিয়ে গেছে। তাকে ধরতে আদালতের প্রতিটি প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে, গ্রেফতারের চেষ্টাও চলছে।  

ঢাকার নিম্ন আদালতে হাজির করতেই রুবেলকে নেওয়া হয় বলে জানান বাড্ডা থানার ওসি এমএ জলিল।  

এর আগে গত ১১ নভেম্বর (শুক্রবার) রাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে রুবেলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

পুলিশ সূত্র বলছে, গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে রুবেল হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় সালাউদ্দিন নামে তার এক সহযোগী গ্রেফতার হলেও মূল হোতা রুবেল ছিলেন পলাতক।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬/আপডেট: ১৮৫৩ ঘণ্টা
পিএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।