গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আযম শাহ রুনু বাংলানিউজকে জানান, দুপুরে মিলের সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় সোহান। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরবি/