ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হুমায়ূন আহমেদের জন্মদিনে গাইবান্ধায় রক্তদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
হুমায়ূন আহমেদের জন্মদিনে গাইবান্ধায় রক্তদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে গাইবান্ধায় রক্তদান কর্মসূচি পালন করেছে ‘হিমু পরিবহন’ গাইবান্ধা জেলা শাখা।

গাইবান্ধা: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে গাইবান্ধায় রক্তদান কর্মসূচি পালন করেছে ‘হিমু পরিবহন’ গাইবান্ধা জেলা শাখা।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলা শহরের সন্ধানী ডোনার ক্লাব কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন-জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন-আবাসিক মেডিকেল অফিসার এস আই এম শাহীন, সিনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. আখম আসাদুজ্জামান, জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. তাহেরা আক্তার মনি, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. এম এ কাদের, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাশেদ মণ্ডল, হিমু পরিবহন গাইবান্ধা শাখার সভাপতি নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আকন্দ, সমন্বয়ক আলফাজ আকন্দ ও সদস্য মাহামুদা বীথি, সন্ধানীর কার্যকরী উপদেষ্টা ইমাম হাসান রমিত ও তৌহিদুল ইসলাম বিমান প্রমুখ।

এর আগে কর্মসূচির শুরুতে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে হাসপাতাল চত্বরে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।