কুড়িগ্রাম: ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাধা মাধব ফাউন্ডেশন।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ, জাগো হিন্দু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অলক সরকার। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন-সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, কাজিউল ইসলাম, শংকরী ঘোষ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআই