বরিশাল: বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদারের বসতবাড়ির ঘর পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদ এ মানববন্ধনে অংশ নেয়। বরিশাল বিভাগীয় শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, ট্রেড ইউনিয়ন নেতা মোসলেম সিকদার, সামাজিক আন্দোলনের সভাপতি বাবুল বিশ্বাস, শ্রমিক নেতা শাহ্ আলম হাওলাদার, জালাল আহম্মেদ, রহিম হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমএস/এনটি