ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে আশুলিয়ার ল্যান্ডমার্ক নিটিং কম্পোজিট লিমিটের কারখানার শ্রমিকরা।

আশুলিয়া (সাভার): বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে আশুলিয়ার ল্যান্ডমার্ক নিটিং কম্পোজিট লিমিটের কারখানার শ্রমিকরা।

এ সময় তারা কিছুক্ষণ আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে রাখেন।

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪টার আশুলিয়া বাজার এলাকায় ওই কারখানার প্রায় ২৫০০ শ্রমিক রাস্তায় এসে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গত তিন মাসের বেতন পরিশোধ না করায় বিকেল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

তিনি জানান, শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। কারখানার সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।