ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট ও আকুবপুরের মাঠে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক আবু হানিফ (৪৪) নিহত হয়েছেন। এসময় ভ্যানে থাকা দু’টি ছাগলও মারা যায়।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট ও আকুবপুরের মাঠে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক আবু হানিফ (৪৪) নিহত হয়েছেন। এসময় ভ্যানে থাকা দু’টি ছাগলও মারা যায়।

রোববার (১৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ গাংনী উপজেলার আকুবপুর গ্রামের মসজিদপাড়া এলাকার দিদার আলীর ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, ছাগল ব্যবসায়ী হানিফ তার নিজস্ব ভ্যানে করে দু’টি ছাগল নিয়ে বাওট থেকে আকুবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দোলনা পরিবহন (কুষ্টিয়া-ব -১৫৭) ভ্যানটিকে ধাক্কা দিলে হানিফ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।