ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
সিলেটে ইউনিলিভারের ৭০ লাখ টাকা ছিনতাই

সিলেটে ইউনিলিভারের ৭০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।  

সিলেট: সিলেটে ইউনিলিভারের ৭০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।  

রোববার (১৩ নভেম্বর) বেলা ১টার দিকে নগরীর কাজিটুলা কাহের মিয়ার গলিতে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর কাজিটোলার কাহের মিয়ার গলিতে ছিনতাইকারীরা ৩টি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে এক প্রাইভেটকারের গতিরোধ করে এবং ভাঙচুর করা হয়। এ সময় তারা প্রাইভেটকারের ভেতরে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

ইউনিলিভার সিলেটের পরিবেশক মেসার্স আজিজুর রহমান, পরিবেশক ইমতিয়াজ রহমান তারেক বাংলানিউজকে জানান, আম্বরখানা বড়বাজার কার্যালয় থেকে দুইজন হিসাবরক্ষক তাদের প্রাইভেটকারে নগদ ৭০ লাখ ৭০ হাজার টাকা এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় জমা দিতে নিয়ে যান। পথিমধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, এই ঘটনায় মামলা দায়ের হবে।

ঘটনার সঙ্গে কোম্পানির লোকজন জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।   তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনইউ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।