বান্দরবান: বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী শহরের উজানী পাড়া বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠান উদযাপিত হয়।
এসময় রাস্তায় দাড়িয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারও নারী পুরুষ বৌদ্ধের উদ্দেশ্যে চীবর দান করেন এবং নগদ টাকা ও খাদ্য সামগ্রী দান করেন। পরে ক্যাং প্রাঙ্গনে ধর্মীয় দেশনা পাঠ, সংঘদান, ত্রিপিটক পাঠসহ নানা আয়োজন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং সার্কেল চীফ রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মে হ্লা প্রু প্রমুখ।
এছাড়াও, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারও দায়ক-দায়ীকা এ অনুষ্ঠানে অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনটি