ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিএসটিআই-এ যোগ দিলেন নতুন ডিজি সাইফুল হাসিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বিএসটিআই-এ যোগ দিলেন নতুন ডিজি সাইফুল হাসিব

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব। 

ঢাকা: জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব।  

রোববার (১৩ নভেম্বর) নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।

 

সাইফুল হাবিব প্রাইভেটাইজেন কমিশনের পরিচালকসহ (অতিরিক্ত সচিব) বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ড একীভূত হবার কারণে দুই মাস জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাও (অতিরিক্ত সচিব) ছিলেন তিনি।  

ইংরেজি সাহিত্যে স্নাতক সাইফুল হাসিব ১৯৮২ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ১৯৮৪ সালে চাকরিতে যোগদান করেন তিনি।  

২০০৯ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। ১৯৫৪ সালে বর্তমান মাগুরা জেলার শালিখা থানায় জন্ম নেওয়া সাইফুল হাবিব ব্যক্তি জীবনে দুই ছেলে-মেয়ের জনক।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।