পঞ্চগড়: ভারতীয় ভিসাপ্রাপ্তিতে জটিলতা বিষয়ে বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বলেছেন, ‘আমাদের যেসব অসুবিধা আছে তা অল্প সময়ের মধ্যে দূর করা হবে। এজন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ‘ভিসাপ্রাপ্তিতে জটিলতার ব্যাপারে আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরও অনেক জায়গায় ভিসা পদ্ধতি সহজ করা হয়েছে। ৬৫ বছরের উপরে ও চিকিৎসা ভিসা বিনা তারিখেই দেওয়া হচ্ছে। ’
রোববার (১৩ নভেম্বর) বিকেলে পঞ্চগড় সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বাণিজ্য প্রসারের জন্য বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর একটি মনোরম স্থান। উত্তরের এ স্থলবন্দর দিয়ে যাতায়াত, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আমরা উভয় দেশের ব্যবসায়ীদের নিয়েও মতবিনিময় করছি। ’
এরআগে ভারতীয় হাইকমিশনার ভারতের ফুলবাড়ী হয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিকেল ৩টায় তিনি পঞ্চগড় সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও মধ্যাহ্ন ভোজ সারেন।
সেখানে পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ভারতীয় হাইকমিশনার ও প্রতিনিধদলকে ফুলেল শুভেচ্ছা জানান।
ভারতীয় প্রতিনিধিদলে অন্যদের মধ্যে সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, ফার্স্ট সেক্রেটারি নিনাদ দেশ পান্ডে, থার্ট সেক্রেটারি রাকেশ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে বিকেল ৪টায় হাইকমিশনার রংপুরের উদ্দেশে পঞ্চগড় ছেড়ে যান। সন্ধ্যায় রংপুরে তিনি রামকৃষ্ণ মিশনের একটি অনুষ্ঠান ও রংপুর চেম্বার অ্যান্ড কমার্সের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআর