ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কাশবন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
কেরানীগঞ্জে কাশবন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

দক্ষিণ কেরানীগঞ্জে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

কেরানীগঞ্জ, ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (১৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের এক নম্বর সেক্টরের নয় নম্বর প্লটের কাশবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, কাশবনে এক বা দুই দিনের একটি নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।