ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাসহ আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়কারী উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ছয় জনকে আটক করেছে যৌথবাহিনী।

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) জেলা সমন্বয়কারী উজ্জ্বল স্মৃতি চাকমাসহ ছয় জনকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (১৩ নভেম্বর) বেলা ১২টায় সদরের পেরাছড়া এলাকার এক কিলোমিটার ভেতরে হেডম্যান পাড়ার একটি আস্তানা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উজ্জল স্মৃতি চাকমা, সমার্পন চাকমা (৪৫), রুপম চাকমা (৩৯), বাবুল মারমা (১৮), রনি ত্রিপুরা ও সন্ধিপন চাকমা (১৭)।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ইউপিডিএফের কেন্দ্রীয় মুখপাত্র নিরন চাকমা বাংলানিউজকে জান‍ান, এ ধরনের একটি খবর তারা শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।