বরিশাল: পূর্ণিমা তিথিতে রাস উৎসবে অংশ নিতে আসা দেশি-বিদেশি পুণ্যার্থী, সাধু ও দর্শনার্থীতে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত।
সেইসঙ্গে ঐতিহ্যবাহী এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রত্যেক বছর কার্তিকের ভরা পূর্ণিমার তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে এ উৎসব। রোববার রাতভর পূজা শেষে সোমবার প্রত্যুষে পুণ্যার্থীদের সমুদ্র স্নানের মধ্য দিয়ে রাসমেলা ও উৎসবের সমাপ্তি ঘটবে।
রাস উৎসবকে ঘিরে কুয়াকাটাসহ কলাপাড়ার গোটা উপজেলায় প্রশাসনের বিভিন্ন স্তরের নজরদারি বাড়ানো হয়েছে। কুয়াকাটা সৈকতপাড়সহ কলাপাড়ায় সেবাশ্রম প্রাঙ্গণ ও বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
কুয়াকাটার অনন্যা ভিলা রাধা-কৃষ্ণ মন্দিরের পুরোহিত অনন্ত মুখার্জি জানান, এ মন্দিরে স্থাপিত রাধা-কৃষ্ণের বিশাল আকৃতির যুগল প্রতিমা দর্শনে এ সময়টায় ব্যাপক ভিড় জমে। এখানে আগত হাজারো ভক্তের জন্য আয়োজন করা হয় খাবারের।
এদিকে, রাসমেলায় আগতদের থাকা-খাওয়া নির্বিঘœ করতে আবাসিক হোটেল ভাড়া ও রেস্তোরায় খাবারের মূল্য তালিকা টাঙানো হয়েছে। সেইসঙ্গে সুপেয় পানি ও পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সাদিকুর রহমান বাংলানিউজকে বলেন, এছাড়া পুরো রাসমেলা এলাকা সিসি ক্যামেরার আওতায় রেখে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও র্যাব ও একাধিক ভ্রাম্যমাণ আদালত দায়িত্বে রয়েছে। এছাড়াও থাকবে একাধিক মেডিকেল টিম।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমএস/এসআর