চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি বেরনাইয়া বাজার এলাকা থেকে ৫১৭ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (২৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দুপুর ২টায় তাকে আটক করা হয়।
শাহরাস্তি খিলা বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রকিব বাংলানিউজকে জানান, রহিম মনোহরগঞ্জ উপজেলার গৌবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে ইয়াবা নিয়ে বেরনাইয়া বাজার দিয়ে নাহারা গ্রামে যাচ্ছিলেন। এসময় তাকে তল্লাশি করে ৫১৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বিকেলে রহিমের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ১৩., ২০১৬
এনটি