বরিশাল: বরিশাল নগরীতে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে আটক চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আলী হোসাইন তাদের জবানবন্দি নেন।
চার ধর্ষক হলেন, নগরীর ধান গবেষণা এলাকার বাসিন্দা মালেক গাজীর ছেলে রাসেল গাজী, একই এলাকার খলিল জোমাদ্দারের ছেলে রাজিব, আলী হাওলাদারের ছেলে জাহিদ ও বাকেরগঞ্জের আইউব আলীর ছেলে রোকন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূকে নগরীর চর আইচা খেয়াঘাট থেকে অপহরণ করেন ধর্ষকরা। পরে নগরীর ২৪নং ওয়ার্ড খ্রিস্ট্রানপাড়া এলাকার একটি বাগানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন।
শুক্রবার সকালে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করেন। পরে তিনি ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমএস/এসআর