ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
রংপুরে অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা

রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে বিভাগের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রংপুর: রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে বিভাগের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৩ নভেম্বর) দুপুরে রংপুর রেঞ্জের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

 

এতে গত অক্টোবরে অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা কার্যকর, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় এ রেঞ্জে কর্মরত সর্বস্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৬ সালের অক্টোবর মাসে রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৩,২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।