ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
বরিশালে বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে বরিশালের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল ইসলাম (৬৫), শামীম সিকদার (৩৫), শাহীন সরদার (৩৫), জাকির কাজী (৩৫), হাসান সরদার (৩৫), মালেক সরদার (৪৬), মো. শাহবুদ্দিন (৪৮) ও সরদার লাল মিয়া (৫৫)।

এরআগে শনিবার (১১ নভেম্বর) সকালে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্যাদার টরকী বন্দরের বাসার সামনে থেকে তাদের আটক করে পুলিশ। রাতে গৌরনদী থানায় করা উপপরিদর্শক (এসআই) মো. ফকরুদ্দিনের মামলার আসামি হিসেবে তাদের জেলে পাঠানো হয়।

মামলায় বাদী এসআই ফকরুদ্দিন জানান, আসামিরা বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক। তার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।