ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে ৫০ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৫০ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

 


সোমবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিয়া সুলতানা পারুল।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান ও ডেপুটি কমান্ডার মোহাম্মদ শামছুদ্দিন প্রমুখ।

এ সময় লক্ষ্মীপুর সদর উপজেলার হাট-বাজার ইজারার প্রাপ্ত টাকা থেকে (চার শতাংশ) ৫০ জন মুক্তিযোদ্ধাকে ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।