ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ২টার কাকুরিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বসত বাড়ি পরিদর্শন করেন।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ এক লাখ টাকা, ৪শ’ কম্বল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের পরে আরও সহায়তা করবেন বলে আশ্বাস দেন রেজওয়ান আহাম্মদ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, বাংলাদেশ মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মাসুক নিজাম, নারীনেত্রী নাসিমা রীতা, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক দেবনাথ, বাঙ্গালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মো. কাছেদ মিয়া, কলমা ইউনিয়নের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস প্রমুখ।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কাকুরিয়া গ্রামের যতীন্দ্র দাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ২৫টি বসতবাড়ি পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।