ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সৌদি আরবে আগুনে পুড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মাম শহর এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে লক্ষ্মীপুরের যুবক মো. আবদুস শহিদের (৩৭) মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর: সৌদি আরবের দাম্মাম শহর এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে লক্ষ্মীপুরের যুবক মো. আবদুস শহিদের (৩৭) মৃত্যু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে সৌদি আরব থেকে নিহতের শ্যালক সৈয়দ আহাম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস শহিদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজার সংলগ্ন চর আবাবিল গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সৌদি আরব থেকে শহিদের শ্যালক সৈয়দ আহাম্মদ ও রায়পুর থেকে নিহতের ছোট ভাইয়ের স্ত্রী তাহামিনা আক্তার জানান, রাতে সোফা কারখানায় আগুন লাগে। এসময় আবদুস শহিদ ওই কারখানার ভেতরে কর্মরত ছিলেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।