ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
নেত্রকোনায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সংরক্ষণের দায়ে নেত্রকোনায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোনা: নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও সংরক্ষণের দায়ে নেত্রকোনায় ৮ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, শহরের জয়ের বাজার ও মেছুঁয়া বাজারে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।