ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

স্বচ্ছ উপায়ে ইসি পুনর্গঠন সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
স্বচ্ছ উপায়ে ইসি পুনর্গঠন সুষ্ঠু নির্বাচনের প্রথম ধাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ উপায়ে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠন প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ উপায়ে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠন প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
 
সোমবার (২৮ নভেম্বর) ধানমন্ডির মাইডাস সেন্টারে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি আঙুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক পান্থ রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশের বর্তমান ইসির মেয়াদ শেষ হতে চলেছে। এমন অবস্থায় নতুন নির্বাচন কমিশন গঠনের কাজ চলছে। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। আর স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন হবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ।
 
‘যুক্তরাষ্ট্রসহ বিদেশি বন্ধুরা বাংলাদেশকে এ কাজে পরামর্শ দিয়ে যাচ্ছে’ উল্লেখ করে বার্নিকাট বলেন, একটি স্বাধীন, শক্তিশালী, নির্দলীয় নির্বাচন কমিশনের ক‍াজ হবে মানুষের ভোটাধিকার নিশ্চিত করাসহ সঠিক ফলাফল আনা পর্যন্ত প্রতিটি ধাপ নিশ্চিত করা।
 
এক প্রশ্নের জবাবে ‍তিনি বলেন, ‘ভবিষ্যতে আক্রমনের সম্ভাবনা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তবে সেটা শুধু ঢাকায় নয়, ওয়াশিংটন, প্যারিস কিংবা দিল্লি-সবার জন্যই এ আশঙ্কা সত্য। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। ’
 
বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের অসন্তোষের কথাও জানান মার্কিন রাষ্ট্রদূত।
 
বার্নিকাট বলেন, পৃথিবীর সব দেশের পুলিশকেই সন্ত্রাস দমনে ভয়াবহ কাজ করতে হচ্ছে। কারণ, উগ্রবাদীদের নির্দিষ্ট কোন দেশ নেই, সদর দফতর নেই।

তবে গুলশান হামলা ও সন্ত্রাস-উগ্রবাদ মোকাবেলায় বাংলাদেশেরে প্রশংসা করেন তিনি। সন্ত্রাস দমনে তথ্য আদান-প্রদান জরুরি বলেও মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের এ কূটনীতিক।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।