ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কলেজ জাতীয়করণের দাবিতে অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রাঙামাটিতে কলেজ জাতীয়করণের দাবিতে অবরোধ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণের আদেশ পুনর্বহাল না হওয়ায় অবরোধ অব্যাহত রয়েছে।

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণের আদেশ পুনর্বহাল না হওয়ায় অবরোধ অব্যাহত রয়েছে।

 

সোমবার (২৮ নভেম্বর) সকাল থেকে উপজেলায় এ অবরোধ শুরু হয়।

সন্ধ্যায় তিন নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির আহ্বায়ক ঞোমং মারমা বাংলানিউজকে বলেন, বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মঙ্গলবার (২৯ নভেম্বর) হাট বাজারের দিন হওয়ায় আমাদের অবরোধ শীতল থাকলেও বুধবার (৩০ নভেম্বর) থেকে লাগাতার অবরোধ চলবে।

বাঙ্গালহালীয়া কলেজটি ২৮ জুন জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু চলতি বছরের ১১ নভেম্বর কলেজটি জাতীয়করণের তালিকা থেকে বাতিল করা হয়। এরই প্রতিবাদে সোমবার থেকে লাগাতার সড়ক অবরোধের মাধ্যমে কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন চলছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।