ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
কেরানীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আবির হোসেন মইনুদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আবির হোসেন মইনুদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাক্তারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।